সোর্স কোড পাঠানোর স্মার্ট উপায়
বিভিন্ন গ্রুপ বা যেকোনো কমিউনিটি থেকে সাহায্যের আসা করি। কিন্তু আমরা
নিজের লেখা কোড হয়ত পুরো কপি করে গ্রুপে পেস্ট করে দেই অথবা ইনবক্স করি।
কিন্তু আমরা আসলে আরও স্মার্ট উপায়ে এইকাজটি করতে পারি।এর জন্য নিচের যেকোনো একটি লিঙ্ক ব্যবহার করলেই হবে .
Ideone.com
Codepad.org
Paste.ubuntu.com
প্রদত্ত লিঙ্ক গুলতে প্রবেশ করে কোড পেস্ট করলে একটি লিঙ্ক জেনারেট হবে সেই লিঙ্কটি কপি করে সেন্ড করলেই যাকে পাঠানো হবে সে কোড দেখতে পারে।
এর সব থেকে বড় সুবিধা হচ্ছে পাঠানো কোডের কোন অংশ পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই।

কোন মন্তব্য নেই