মহান পিথাগোরাসের কিছু না জানা কথা
১।গণিত প্রেমিক পিথাগোরাস
গণিত ইতিহাসের প্রথম প্রকৃত গণিতবিদ মহান পিথাগোরাস।তিনি সবকিছুকেই চিন্তা করতেন সঙ্খার মাদ্ধমে।তার মতে১ = ঈশ্বরের সংখ্যা
২ = ১ম নারী সংখ্যা
৩ = ১ম পুরুষ সংখ্যা
৫ = বিবাহ সংখ্যা
যদিও এইটি একজন গণিত প্রেমীর একান্তই নিজের মনের ভাবনা।
২।বন্ধুত্ত কাকে বলে?
পিথাগোরাসকে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে আপনার কাছে বন্ধুত্ব মানে কি?
তো পিথাগোরাসের উত্তর ২২০ এবং ২৮৪ সংখ্যা দুইটিও মধ্যে যে সম্পর্ক তাকেই বন্ধুত্ব বলে।
তো সেই লোকতো তার উত্তর শুনে থ।
তারপর পিথাগোরাস সাহেবের ব্যাখ্যা-যা কিনা সত্যিই অনেক চমৎকার
২২০ এর উৎপাদক গুলোঃ
১,২,৪,৫,১০,১১,২০,২২,৪৪,৫৫,১১০,২২০
২৮৪ এর উৎপাদক গুলোঃ
১,২,৪,৭১,১৪২,২৮৪
এখন ২২০ বাদে তার বাকি উৎপাদক গুলো যোগ করলে কি দাঁড়ায়?
১+২+৪+৫+১০+১১+২০+২২+৪৪+৫৫+১১০ = ২৮৪
ঠিক একি ভাবে ২৮৪ বাদে তার বাকি উৎপাদক গুলো যোগ করলে কি দাঁড়ায়?
১+২+৪+৭+১৪২ = ২২০
গণিতে ২২০ ও ২৮৪ কে
সংখ্যা দুটি যেন একে অন্যের পরিপূরক।সত্যি এই ২ সংখ্যার মধ্যের সম্পর্ককেই বন্ধুত্ব বলে।
৩।খুনি পিথাগোরাস 😠
পিথাগোরাসের ধারণা ছিল যে সকল সংখ্যাই মুলদ।কিন্তু একদিন তার এক শীর্ষ এসে বলে ওস্তাদ আপনার আবিষ্কার বলে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ২ = ভূমি২+লম্ব২।যদি একটা ত্রিভুজের ভূমি আর লম্ব হয় ১ তাহলে তো অতিভুজ হবে √২।এক সংখ্যাতো ওস্তাদ আপনার মুলদ সংখ্যার ফর্মুলা মানে না।তাহলে একটা কি সংখ্যা।
এই আবিষ্কারের অপরাধে Hippasus কে মেরেই ফেলা হয়।পিথাগোরাস নিজে হত্যা করেননি।তার আদেশে তার অনুসারীরা Hippasus কে ভূমধ্যসাগরে ফেলে হত্যা করে।বেচারা Hippasu।Hippasu ই অমূলদ সংখ্যার জনক।Hippasus সাহেবই গণিত ইতিহাসের প্রথম শহীদ যিনি সংখ্যার জন্য প্রাণ দিয়েছেন।
৪।মহান গণিতবিদের মৃত্যু
জীবনকালে পিথাগোরাসের জনপ্রিয়তা ছিল বিরাট ।তাঁর ছাত্র শিষ্য ছাড়াও দেশের বহু গণ্যমান্য ব্যক্তি তাঁর পাণ্ডিত্যের জন্য তাকে গভীর শ্রদ্ধা করত। ক্রমশই তাঁর অনুগামীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ।তাদের মধ্যে অনেকে জ্ঞান চর্চার চেয়ে রাজনীতির চর্চায় বেশি মনোযোগী হয়ে ওঠে ।দেশের রাজ শক্তি এতে চিন্তিত হয়ে ওঠে ।তাছাড়া কিছু বুদ্ধিজীবীও তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওঠে ।তারা রাজশক্তির সাথে একত্রিত হয়ে পিথাগোরাসের বিরুদ্ধে মিথ্যা প্রচার করতে আরম্ভ করল। এই প্রচারে বিভ্রান্ত হয়ে জনসাধারণ পিথাগোরাসের শিক্ষা কেন্দ্রে আক্রমণ করল। পিথাগোরাসের শিষ্য যারা বাঁধা দিতে আসল তারা সবাই মারা । অনেকেই পালিয়ে প্রাণ বাঁচাল ।
শিষ্যদের অনুরোধে পিথাগোরাসও পালাতে আরম্ভ করলেন ।তিনি বিক্ষুব্ধদের প্রায়
নাগালের বাইরে চলে গিয়েছিলেন । হঠাত্ সামনে পড়ল কলাই জাতীয় এক শস্যের
ক্ষেত ।তিনি ইচ্ছা করলেই ক্ষেতের উপর দিয়েই চলে যেতে পারতেন । কিন্তু তিনি
থমকে দাড়িয়ে পড়লেন ।তিনি বিশ্বাস করতেন কলাইয়েরও প্রাণ আছে । একটি
জীবন্ত কলাইয়ের উপর পা দেওয়ার অর্থ একটি জীবনকে হত্যা করা । নিজের জীদন
বিপন্ন জেনেও কলাইয়ের উপর পা রাখলেন না ।সেই সুযোগে বিপক্ষ দলের লোকেরা
এসে তাঁকে এসে হত্যা করল ।নিজের জীবন দিয়ে নিজের আদর্শকে রক্ষা করলেন
পিথাগোরাস ।
কোন মন্তব্য নেই