Header Ads

Header ADS

Python Learning for Beginner



পাইথনের ইতিকথা

পাইথন একটি প্রোগ্রামিং ভাষা যেটি তৈরি করেন গুইডো ভ্যান রুযম(Guido Van Rossum).১৯৯১ সালে পাথনের যাত্রা শুরু।গুইডো সাহেব নেদারল্যান্ডের লোক।
Guido Van Rossum
পাইথন তিনি অজগর বা কোন সাপের কথা চিন্তা করে তৈরি করেননি। মন্টি পাইথন(Monty Python) নামে একটি গ্রুপ আছে যারা ইংল্যান্ডে কমেডি শো করে।সেখান থেকেই তিনি পাইথন ল্যাঙ্গুয়েজের নামকরন করেন।তার এই কর্মের জন্য সত্যি আমরা তার প্রতি কৃতজ্ঞ। প্রোগ্রামিং এর কঠিন কাজ গুলো তিনি আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে।আশা করা যায় অদূর ভবিষ্যতে পাইথন সবথেকে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষায় পরিনত হবে।

 

 

 

পাইথনের ব্যবহার

পাইথন বিভিন্ন জাইগায় ব্যাবহার করা যায়। ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পাইথন এখন খুবই জনপ্রিয়।এছাড়াও পাইথনের বেশ কিছু ভাল ওয়েব ফ্রেমওয়ার্ক রয়েছে Django,Flask.ওয়েব ছাড়াও মোবাইলে পাইথন দিয়ে প্রোগ্রামিং করা যায়।Kivi ফ্রেমওয়ার্ক দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। PiGame দিয়ে নানা গেম আছে পাইগেম ওয়েবসাইটে।এছাড়াও আরও বহুবিদ ব্যাবহার রয়েছে। যেমনঃ ডেস্কটপ প্রোগ্রামিং,নিউমেরিকাল প্রগ্রাম্মিং,বায়োইনফরমেটিকস ইত্যাদি।
যারা প্রফেশনাল সফটওয়ার ডেভেলপমেন্ট করবে পাইথনের ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে।ছবিটা ২০১৭ সালের শেষের দিকের একটি পরিসংখ্যান।দিন দিন জব ফিল্ডে পাইথনের চাহিদা বাড়ছে।পাইথনের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে একাডেমিক ক্ষেত্রে।বিশেষ করে নর্থ আমেরিকা,ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোজেক্ট,অ্যাসাইমেন্ট প্রোগ্রামিং করে সমাধান করতে হয়।সেই ক্ষেত্রে পাইথন খুব কার্যকরী হতে পারে।পাইথনের চাহিদা বারার আরও অন্যতম একটি কারন পাইথন খুবই Time efficient.অন্য প্রোগ্রামিং ভাষায় একটি সমস্যা সমাধান করতে যে সময় লাগে পাইথনে তার থেকে অনেক কম সময় লাগে।একটি উদাহরন দেখা যাক। যাদের অন্য প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা রয়েছে যেমনঃ c,c++,java ইত্যাদি। তারা এই বিষয়টা খুব সহজেই ধরতে পারবে।

print Hello,world in c:

#include <stdio.h>
 
int main()
{
  printf("Hello, World");
  return 0;
}

print Hello,world in java:

public class HelloWorld{
   public static void main(String[] args) {
      System.out.println("Hello, World");
   }
} 

print Hello,world! in python:

 
 এই থেকে আমারা সমজেই বুঝতে পারছি পাইথন আমাদের কাজকে কত সহজ করে দেয়।আগামীতে পাইথন নিয়ে আরও কথা হবে ততদিন সবাই ভাল থাকুন।হ্যাপি কোডিং।
  
You can visit Data Camp,Code Academy for practicing python online.
  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.