How to set Python path
পাইথন পাবো কোথায়?
c,c++ এর মত পাইথন কোড সরাসরি কম্পাইলারে রান করানো যায় না।পাইথন একটি ইন্টেরপ্রিটেড ল্যাংগুয়েজ।কম্পাইলার বেসড ল্যাংগুয়েজ আর ইন্টারপ্রিটার বেসড ল্যাংগুয়েজের মধ্যে কি পার্থক্য আছে বা কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য কি সেটা আমরা পরে আলোচনা করব।আজ আমরা দেখব আমাদের অপারেটিং সিস্টেমে আমরা কিভাবে পাইথন ইন্সটল করব।আমাদের ব্লগে মুলত পাইথন ৩ নিয়ে পোষ্ট করা হবে।পাইথনের ভার্সন নিয়ে জানতে চাইলে Python Versions এখান থেকে ঘুরে আসতে পা্রেন।
python.org থেকে পাইথন ডাউনলোড করে নিতে পারেন।যার যেরকম অপারেটিং সিস্টেম যেমনঃ Mac,Windows,Linux সেই হিসাবে ডাউনলোড করে নিতে হবে।যারা Linux/Mac ব্যবহার করছেন তাদের কম্পিউটারে ইতিমধ্যে পাইথন ইন্সটল করা আছে(Linux এ পাইথন ২)।
How to set python path:
টারমিনালে গিয়ে পাইথন লিখলেই হবে।Windows ব্যবহারকারীদের কষ্ট করে ডাউনলোড করে নিতেই হবে।কিছু ওয়েব বেসড ভার্সন আছে যেখানে ডাউনলোড করার সময়ই নিচের দিকে Add python 3.5 to path চেকবক্স আসবে। অবশ্যই সেই টিক দিয়ে নিতে হবে।
এখন কেউ যদি স্টেবল ভার্সন ডাউনলোড করে ইন্টল করেন তাহলে নিজে থেকে Path ঠিক করে দিতে হবে।এখন আমরা দেখব কিভাবে পাইথন পাথ সেট করতে হয়।পাইথন ইন্সটল করার পর Local Disk(C:) তে প্রবেশ করলে দো Python34 নামে একটি ফোল্ডার আছে(আমি 3.4 ইন্সটল করেছি তাই এমন দেখাবে যে যেই ভার্সন ইন্সটল করবেন সেই নামের ফোল্ডার পাওয়া যাবে যেমন 3.3 ইন্সটল করলে ফোল্ডার এর নাম দেখাবে python33)।সেই ফোল্ডারে ক্লিক করে উপরে এড্রেসটি কপি করতে হবে।
উপরের উইন্ডো অন করে মাউসের রাইট ক্লিক করে properties এ যেতে হবে।যাওয়ার পরে এমন একটি উইন্ডো আসবে।
Advance system setting এ ক্লিক করলে নিচের উইন্ডো আসবে।
এরপর Environment Varriables... e click করতে হবে।
তারপর নিচের মত একটা বক্স আসবে। বক্সে varriable name এ path এবং varriable value তে আমাদের প্রথমে কপি করা এড্রেসটি পেস্ট করে ওকে করতে হবে।এর সবগুলো ওকে বাটন এ ক্লিক করতে হবে।
আমাদের কাজ এখানেই শেষ।এখন আমরা যদি cmd ওপেন করে তাতে python লিখে Enter চাপি তাহলে দেখতে পারব আমদের সিস্টেমে python দেওয়া হয়ে গেছে।
এখন আমরা পাইথন নিয়ে কাজ করতে পারব।
কোন মন্তব্য নেই