কিছু বন্য সমস্যা
১.বন্য সমস্যা-০১
প্রমাণ কর যে ১ = ২ !!!ধরি,
ক = খ
বা, ক * ক = খ * ক
বা, ক২ = কখ
বা, ক২-খ২ = কখ-খ২
বা, (ক+খ) (ক-খ) = খ(ক-খ)
বা, (ক+খ) = খ
বা, খ+খ = খ
বা, ২খ = খ
বা, ২ = ১ (প্রমাণিত)
২.বন্য সমস্যা-০২
O,T,T,F,F,S,S এই ধারার পরের পদটি কি???খুবই লেম একটা ধারা।
One,Two,Three,Four,Five,Six,Seven তাহলে বুঝাই যাচ্ছে পরের পদটি হবে E(Eight.)।তারপরের পদ N(Nine)
3.বন্য সমস্যা-০3
১,১১,২১,১২১১,১১১২২১ ধারাটির পরের পদ কত হবে???এই সমস্যা সমাধানের জন্য আমাদের কোন প্রকার গণিত জানার দরকার নেই।শুধু পরতে জানলেই হবে।
-প্রথমে ১।
-একটি এক = ১১
-দুইটি এক = ২১
-একটি দুই একটি এক = ১২১১
-একটি এক একটি দুই দুইটি এক = ১১১২২১
answer:
-তিনটি এক দুইটি দুই একটি এক = ৩১২২১১
এগুলো কোন গাণিতিক সমস্যা না।এগুলোকে বলা হয় বন্য বা জংলী সমস্যা।
কোন মন্তব্য নেই